“আমার বিয়ে হয়েছে এক মাসও হয়নি। ওদের বাসা এই একটু সামনেই। কাছেই একটা হোটেলে চাকরি করে ও। বাসা থেকেই বিয়ে ঠিক হয়েছিলো আর বাসায়ই বিয়ে হয়েছে। বাড়ির লোকজন আর প্রতিবেশীরা মিলে আনন্দ ফুর্তি করেছে বিয়ের সময়।
এখন এখানেই থাকি; বাবা, মা, আমি আর আমার স্বামী। ভালই কাটছে সময়। সেও ভালই আছে। দুপুরবেলায় আসবে আর হাতে করে এখানের কুকুরটার জন্য কিছু না কিছু নিয়ে আসবে। তবে বিয়ের পর বান্ধবীদের সাথে দেখা হওয়াটা কিছুটা কমে গেছে। ওদের বাড়িতে যাওয়া হয়না তেমন। শুধু কাজে গেলে দেখা হয়।
আমি একটা গার্মেন্টসে কাজ করি, হেল্পার হিসেবে। আজ কাজ ছিলো কিন্তু ছুটি নিয়েছি। তবে অফিস থেকে বলেছে এরকম ছুটি আর দিবেনা।”
– একজন গার্মেন্টস কর্মী