“আমার দাদা দাদীর অনেক গুলো টিন শেডের বাড়ি ছিল। দাদা বাড়িটা আশে পাশের গার্মেন্টসে কর্মরত কর্মীদের ভাড়া দিতেন। আমার বাবা আর চাচারা মিলে ঐ টিন শেড বাড়িগুলোকে পাকা করে গড়ে তুলে।
আজও, বাড়িগুলোতে যারা ভাড়া থাকেন তাদের বেশির ভাগই গার্মেন্টস কর্মী। যদিও দেখলে মনে হয় যে ভাড়া খুব একটা বেশি না, কিন্তু পরিসংখ্যা বলে সব চাইতে উন্নত ও মানসম্পন্ন এলাকায় মানুষ যে দড়ে ফ্ল্যাট কিনে থাকেন, প্রতি বর্গফুটে গার্মেন্টস কর্মীরা তাঁর থেকে বেশি ভাড়া দেন। এই ব্যবসাটা ভালোই আছে এবং বহু দিন ধরেই চলছে।”